Ami Shei Shuto Hoboআমি সেই সুতো হবো,
যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাবো
আমি সেই নৌকো হবো,
যে তোমায় পার করে নিজেই ডুবে যাবো
হবো সেই চোখ যে তোমায় দেখেই বুজে যাবো
হবো সেই সুর যে তোমায় মাতিয়ে করুণ হবো
হবো সেই চাঁদ যে হয়ে গেলে রাত,
তোমাকে আলো দেবে
Brittalponaজীবনের আলাপন, কত যে মায়া
শত মানুষের ভিড়ে তোমায় পাওয়া
বলেছিলাম ভালোবাসা চাই
ভালোবাসিনা আমি তোমাকে. বলেছিলাম।
ভালোবাসিনা আমি তোমাকে. কখনো না!
ভালোবাসিনা আমি তোমাকে. স্বপ্ন দেখে যাও
ভালোবাসিনা আমি তোমাকে. একদমই না,
তুমি আমার কে?
Dureঅন্য পথে চলেছি আজ,
ভুলেছি নিজের দিশা,
পিছনে ফিরে তাকাই যখন,
সব অচেনা......
আজ আমি অনেক দুরের টিকানাবিহিন
আপন ঘরে আমি যাযাবর,
আজব পৃথিবী রঙ্গিন......................
Firey Eshoকখন যেন ঘোলাটে স্বপ্ন আমার সত্য হয়ে এলো
আর আবেগের অশ্রুজল
উন্মাদ আমি, অসংলগ্ন জীবন আমার
চলে গেলে কেন, শেষের কি অর্থ ছিল ?
খুঁজে পাবে না তুমি এ হৃদয়
খুঁজে পাবে না তুমি এ হৃদয় কোথাও
ফিরে এসো এ হৃদয়ে
Koto DurOi durer akash, Aaj rongin holo
Bodle jaoa niom e
Tai bodle geche, shob icche gulo
Shongi kore tomake
Dekho urche dure, koto rongin ghuri
Urte thaka michile
Ar dekhci tomay, Du chokh jure
Opekkhar UpekkhaShei AR eK JiBONE TOMAI NiYe KOTO PROShNO CHiLO
Ja Janbar CHiLO TAR UTTOR JeNE TOMAI PUJECHELAM
AJ AMi TOMAy CHARA NisSHO SOB NiYe
JA CHeyechilam SOB DiYe CHO
NeI TUMi AJ AMATE
TAI FeRE CHAI AMi TOMAKE
APON KORE NAO TUMi ABAR AMAKE
AJ OPEKHAR Shesh DiN e TOMAI DeKhBO BOLE
Valobashar PongktimalaEk paa egote giye vule jaai poth
Ochena shomoyer se purono sopoth (x2)
Hotath dhorechile haath
Diye gele make notun provat
Tobu keno tumake dukkho dilam
Sukhno akasher megh choralam